হেমন্তের শেষ বিকেলে
- সুকান্ত পাল - সৃষ্টি
হেমন্তের শেষ বিকেলে
সুকান্ত পাল
সরষে গাছের হলদে ফুলে
রাঙ্গিয়ে হাত ছেলের দল,
ঘাসফড়িং, প্রজাপতির ডানা ছুঁয়ে
মধুপোকার গুঞ্জরনে মুখরিত কোলাহল .
কলাই ডগায় শিশিরবিন্দু জলে
বিদায়ী হেমন্তের শেষ বিকাল,
গরুর পালে রাখালের ঘরে ফেরা
মটরফুলে ঝরা কুয়াশা জল টলমল৷
সবুজ রবিশস্যের ক্ষেতগুলোর পর
খাবার শিকারে বলাকার দল ,
যেথা কাদাজলের ছোট্ট সরোবর
অতিথি পাখি স্বরবে করে কোলাহল !
দূর গাঁয়ের সুউঁচ্চ শ্যমলিমায়
উৎসবে মেতেছে পাখিরা গোধূলিবেলা,
মুগ্ধমনে ঘরমুখো কৃষককুল সান্ধ্যবায়
কৃষাণীকে ঘিরে কতশত কর্মব্যস্ততা.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।